ক্রাইম ট্রেস ডেস্ক : ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড তারই সামনে এবং শচীনের নিজ শহর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভাঙলেন আরেক কিংবদন্তী ভিরাট কোহলি। বিশ্বকাপে নিজেদের দশম ম্যাচে এবং প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সেঞ্চুরি করেন।
১০৬ বলে তিনি সেঞ্চুরির দেখা পান ৯টি চার ও একটি ছয়ের সাহায্যে ভিরাট এই সেঞ্চুরি করেন। এর মাধ্যমে ভিরাট একদিনের আন্তর্জাতিক ম্যাচে শচীনের করা সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেললেন। এটি তার ব্যক্তিগত ৫০তম সেঞ্চুরি।
ভিরাটের সেঞ্চুরির সময় শচীন টেন্ডুলকার ওয়াংখেড়ের গ্যালারিতে উপস্থিত ছিলেন। ভিরাটের এই রেকর্ডগড়া সেঞ্চুরির সময় তিনি গ্যালারিতে দাঁড়িয়ে হাততালি দিয়ে কোহলিকে অভিবাদন জানান।
এই প্রিয় মূহুর্তে শচীনের পাশাপাশি ভিরাটের সহধর্মীনি ও বলিউড তারকা আনুশকা শর্মাকেও খুবই উচ্ছসিত দেখায়। ভিরাট অবশেষে ১১৩ বলে ১১৭ রানে থামেন টিম সাউদির বলে কনওয়ের হাতে ধরা পড়ে। এ পর্যন্ত ২৯১ ওয়ানডে ম্যাচে ৭১টি হাফ সেঞ্চুরি ও ৫০টি সেঞ্চুরি সহযোগে রান করেছেন ১৩ হাজার ৭৯৪।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :