ক্রাইম ট্রেস ডেস্ক : ‘পাঠান’-এর পর ‘টাইগার ৩’। বলিউডের প্রথম সারির তারকারা একে অপরের সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে সিনেমার আকর্ষণ বহু গুণ বাড়িয়ে তুলেছেন। একই সঙ্গে বক্স অফিসেও তার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। অতিমহামারির পর বলিউড সহজেই যাবতীয় ‘বিরোধ’ ভুলে সিনেমার স্বার্থে একজোট হচ্ছেন। টলিউডেও কি এ রকম পরিস্থিতি তৈরি হতে পারে?
এই মুহূর্তে টলিউডে মূল ধারার ‘মশালা’ সিনেমায় নিজেকে ধরে রেখেছেন জিৎ। অন্য দিকে, সেখান থেকে বেরিয়ে এসে দেব অন্য ধারার সিনেমাতে নিজেকে আবিষ্কার করছেন। আর এই দুই ধারার মধ্যে সমতা বজায় রেখে চলেছেন ইন্ডাস্ট্রির ‘অভিভাবক’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু একই সিনেমায় কি দেখা যেতে পারে প্রসেনজিৎ, জিৎ,দেব এই ত্রয়ীকে?
এ ব্যাপারে আনন্দবাজারের এক প্রশ্নের উত্তরে অভিনেতা জিৎ বলেন, ‘‘কিছু দিন আগে মুম্বাইগামী বিমানে বুম্বাদার সঙ্গে দেখা। কথাও হল। উনি এ রকম সিনেমার প্রস্তাব দিয়েছেন। আমার তো কোনও সমস্যা নেই।’’ তবে বলিউডের তুলনায় জিৎ একটু ভিন্ন মত পোষণ করেন। অভিনেতার মতে, ক্যামিও নয়, সমান্তরাল চরিত্রে যদি তিন জনকে হাজির করা যায়, তা হলে সেটা সবথেকে ভাল। জিৎ বললেন, ‘‘তিন জনে একসঙ্গে কাজ করতে পারলে আমার তো ভালই লাগবে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।’’
এর আগে বাংলার এই তিন সুপারস্টার একে অপরের সঙ্গে সিনেমা করলেও একসঙ্গে তিন ত্রয়ীকে কোনও সিনেমাতে দেখা যায়নি। ‘দুই পৃথিবী’ সিনেমায় জুটি বেঁধেছিলেন দেব এবং জিৎ। অন্য দিকে ‘জুলফিকার’ এবং ‘কাছের মানুষ’ সিনেমাতে একসঙ্গে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ ও দেব। তা হলে কি অগ্রজের অনুরোধেই দুই অনুজ ভবিষ্যতে এক ছাদের নীচে হাজির হবেন? উত্তরের অপেক্ষায় রয়েছে টলিপাড়া।
উল্লেখ্য,সম্প্রতি জিৎ অভিনীত ‘মানুষ’ নামের একটি সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। এছাড়াও প্রসেনজিৎ এর মুক্তিপ্রাপ্ত ‘দশম অবতার’ ও দেব অভিনীত ‘বাঘা যতীন’ সিনেমা দুটি সফলতার সাথে টলিপাড়ায় ব্যবসা করছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :