ঝালকাঠিতে বিএনপি নেতা ব্যারিস্টার ফখরুল ইসলাম বহিস্কার


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ /
ঝালকাঠিতে বিএনপি নেতা ব্যারিস্টার ফখরুল ইসলাম বহিস্কার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম বর্তমান সরকারের অধীনে পাতানো নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত ১৫ নভেম্বর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। ব্যারিষ্টার ফকরুল ইসলাম স্বতন্ত্র গণতান্ত্রিক মঞ্চের ব্যানারে রাজধানীর মালিবাগে হোটেল স্কাই সিটি হোটেল লাউঞ্জে সংবাদ সম্মেলনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায় তাকে দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিস্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ( দপ্তরের দায়িত্ব) এ্যাড. মিজানুর রহমান মুবিন।

এদিকে ফকরুলকে বহিষ্কার এর সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপি নেতৃবৃন্দ। ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন দলের মধ্যে গাপটি মেরে থাকা বেইমানরা তাদের অবৈধ স্বার্থ হাসিলের জন্য হীন চরিত্র এখন প্রকাশ করছে।

বিগত বছর গুলোতে দলীয় কর্মসূচি বা আন্দোলন সংগ্রামে সম্পুর্ন অনুপস্থিত ছিল। দলের মধ্যে থেকে প্রকারান্তে দলের ক্ষতি করেছে। তাহার বহিস্কারে দলের ক্ষতি হবে না বরং দলের শৃঙ্খলা ঠিক থাকবে।