বরিশালে অবরোধে যান চলাচল স্বাভাবিক হলেও যাত্রী সীমিত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ /
বরিশালে অবরোধে যান চলাচল স্বাভাবিক হলেও যাত্রী সীমিত

স্টাফ রিপোর্টার, বরিশাল : পঞ্চম দফায় বিএনপি-জামাতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনের অবরোধের বরিশালের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। যাত্রী সংখ্যা কম হলেও স্বাভাবিক রয়েছে লঞ্চ ও বাস চলাচল।

বুধবার (১৫ নভেম্বর) নগরীর বিভিন্ন স্থান ঘুরে তিন চাকার যানবাহন, লঞ্চ ও বাস স্বাভাবিক সময়ের মতো চলাচল করতে দেখা গেছে। নগরী ঘুরে দেখা গেছে, ভোর ৬টা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ।

নগরীর রুপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস। তবে লঞ্চ ও বাসে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য। মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহন এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, পঞ্চম দফায় ডাকা অবরোধ সফল করতে মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে মশাল নিয়ে বিক্ষোভ করে মহানগর যুবদল ও ওয়ার্ড বিএনপির নেতারা।

এছাড়া বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দফতরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। তবে সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অবরোধে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।