গলাচিপা প্রতিনিধি : ঘূর্ণিঝর মিধিলির প্রভাবে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এক তৃতীয়াংশ পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। পাশাপাশি অতি বৃষ্টিতে ধান ক্ষেতে পানি জমে গেছে। এতে কৃষকের মারাত্মক ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে ঝড়ো হাওয়ায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গলাচিপা-চরকাজল সড়কে গাছ উপড়ে সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। একই গ্রামে মানিকচাঁদ এলাকায় পলাশ সিকদারের ঘরের ওপর গাছ উপড়ে পড়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় উপজেলার ১০৫টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি শুকনা খাবারসহ অন্যান্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন, ‘দুই তিন দিন ধরে এ ঝড়টি চলবে। তাই ঝড় না থামা পর্যন্ত আসলে ক্ষয়-ক্ষতির সঠিক কোনো তথ্য পাওয়া যাবে না। তবে আমরা আপাতত ক্ষেতের পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি।’
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘আমরা সর্ব্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। ক্ষয়-ক্ষতির খবর নেওয়া হচ্ছে। আপাতত জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :