পটুয়াখালী প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি দুর্বল হয়ে পটুয়াখালী ও আশপাশের এলাকায় গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।
এর প্রভাবে রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকায় এখনো বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপটি স্থলভাগের আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ আরো দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় সতর্কসংকেত কমিয়ে কক্সবাজার এবং দেশের তিন সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বিকেলে সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
শুক্রবার বিকেল ৩টায় ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম করে। তবে গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :