স্টাফ রিপোর্টার. বরিশাল : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭১ জন। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এতথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন বরিশাল সদর উপজেলার পলাশপুর এলাকার রানী বেগম (৪০) ও পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সুমন (৫২)। তারা দুজনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালের দুই হাসপাতালে ৫২ ও পিরোজপুরে ১৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৪৪১ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৫ হাজার ৮৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ২৬৪ জন।
বিভাগে এখন পর্যন্ত ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে ১৪২ জন, ভোলা সদর হাসপাতালে ১০, বরগুনা সদর হাসপাতালে পাঁচ, পিরোজপুর সদর হাসপাতালে ১২, পটুয়াখালীর দুই হাসপাতালে আট ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :