নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার লালমোহনে মোমবাতির আলোতে পরীক্ষা দিয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি প্রথম বর্ষের ১০৯ জন পরীক্ষার্থী। শুক্রবার উপজেলার ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজকেন্দ্রে সকাল শিফটে অনুষ্ঠিত সিভিক এডুকেশন-১ বিষয়ে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের।
জানা যায়, শুক্রবার সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পূর্বনির্ধারিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা। তবে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার বিকালে সাড়ে ৪টা পর্যন্ত (প্রতিবেদন লেখা পর্যন্ত) লালমোহন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ও বৃষ্টির কারণে পরীক্ষাকেন্দ্রের কক্ষগুলো অন্ধকার হয়ে যায়।
এ বিষয়ে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুজ্জ জাহের বলেন, আবহাওয়ার কারণে পরীক্ষার হল অন্ধকার হয়ে যায়। যার জন্য পরীক্ষার্থীদের জন্য মোমবাতির ব্যবস্থা করা হয়েছে। একটু সমস্যা হলেও পরীক্ষার্থীরা ভালোভাবেই তাদের পরীক্ষা শেষ করতে পেরেছেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :