আগৈলঝাড়ায় চাচীর সাথে পরকীয়া কারনে ভাজিতাকে হাতুড়ি পেটা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৩, ৫:৩১ অপরাহ্ণ /
আগৈলঝাড়ায় চাচীর সাথে পরকীয়া কারনে ভাজিতাকে হাতুড়ি পেটা

আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের চাচীর সাথে পরকীয়া সম্পর্কের কারনে ভাজিতাকে চাচায় শুক্রবার রাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে গ্রুতর আহত করেছে বলে জানাগেছে। আহত ভাতিজাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছে। এঘটনা আহতে মা বাদী হয়ে শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের প্রবাসী ছালাম বেপারীর স্ত্রী (মেহেরুন বেগম) এর সাথে ছালাম এর বড় ভাইয়ের ছেলে শরিফুল বেপারীর দীর্ঘদিন পরকীয়া সর্ম্পক করে আসছে। চাচীর সাথে পরকীয়া সর্ম্পকের ঘটনা এলাকায় জানাজানি হলে গত তিন মাস পূর্বে স্থানীয়রা এক শালিস বৈঠক করে রায় ঘোষনা করেন শরিফুল এলাকায় থাকতে পারবে না।

এর পর থেকে শরিফুল বেপারী এলাকার বাহিরে থাকে। শুক্রবার রাতে শরিফুল বেপারী একই এলাকার তার ফুফু বাড়িতে বেড়াতে আসে এই সংবাদ চাচা ছালাম বেপারী জানতে পেরে ভাতিজা শরিফুল বেপারী লোকজন নিয়ে ওই রাতে হামলা চালিয়ে হাতুরি দিয়ে পিটায় গুরুতর আহত করে। এসময় শরিফুল বেপারীকে বাচাতেগিয়ে আহত হয় সাব্বির বেপারী, স্মৃতি বেগম, শেফালী বেগম।

স্থানীযরা গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। আহত শরিফুল বেপারীর মা শাহনাজ পারভীন বলেন, আমার ছেলেকে অন্যায় ভাবে প্রবাসী ছালাম বেপারীর হামলা করে আহত করেছে। আমি বাদী হয়ে শনিবার আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

আমি পুলিশের কাছে ছালাম বেপারীর বিচার চাই। এব্যাপারে ছালাম বেপারী সাংবাদিকদের বলেন, আমার ভাতিজা শরিফুল বেপারী আমার স্ত্রী মেহেরুন বেগমের সাথে পরকীয়া করার কারনে আমি তাকে মারধর করেছি এটা সত্য।