বরিশালে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৭:২৮ অপরাহ্ণ /
বরিশালে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত জানুয়ারি থেকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে ১৪১ জন রোগীর মৃত্যু হলো। চলতি মৌসুমে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮১ জনের।

এদিকে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ আগের থেকে কমেছে। শেবাচিম হাসপাতালের দৈনন্দিন রিপোর্টে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝালকাঠীর কাঠালিয়ার শামসুন্নাহার (৫২) ও জেলার উজিরপুরের রতন দাসের (৩৫) মৃত্যু হয়েছে।

এদিকে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন রিপোর্টে জানা গেছে, বিভাগের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। সবশেষ রিপোর্ট অনুযায়ী,

গত শনিবার শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন ৮৩ জন ডেঙ্গু রোগী। এর আগে শুক্রবার ৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। অন্যান্য সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে।