বামনা (বরগুনা) সংবাদদাতা: বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব বলইবুনিয়া এলাকা থেকে আজ ২০.১১.২০২৩ইং তারিখ রাত আনুমানিক পৌনে একটার দিকে দুর্ধর্ষ ডাকাত চক্রের এক সদস্যকে স্থানীয় জনতা শট গানসহ আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃত ডাকাত হলো ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার মহিশকান্দি গ্রামের মোঃ সেকান্দার আলীর পুত্র আব্দুল মালেক(৫২)। জানাযায় পূর্ব বলইবুনিয়া গ্রামের হানিফ খতিবের ঘরে ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতি করতে ঘরে উঠলে। ঘরের লোকজন টের পেয়ে ডাকচিৎকার করলে ডাকাত পালিয়ে যাওয়ার সময় বাড়ীর লোকজন পিছুনিয়ে মূলডাকাতকে অশ্রসহ ধরে ফেলে।
অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তারা ও পালিয়ে যাওয়ার সময় অশ্র প্রদর্শন করে। বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম জানান আটককৃত একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে কাঠালিয়া থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হচ্ছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :