উজিরপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় আওয়ামীলীগ দলীয় নৌকা মার্কার প্রার্থী বাছাই করতে মনোনয়ন বিক্রয় দাখিল কার্যক্রম চলমান রয়েছে ।
এরই ধারাবাহিকতায় উজিরপুর বানাড়িপাড়া সংসদীয় আসন ১২০ বরিশাল ০২ আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের জন্য ডজনের অধিক প্রার্থী মনোনয়ন চেয়ে আবেদন করেছেন, তারা হলেন মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার বঙ্গবন্ধুর হত্যাকান্ডের প্রতিবাদে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান খান, সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুছ, আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, বর্তমান এমপি শাহে আলম তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রুবিনা আক্তার মিরা, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য মোঃ আনিছুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, শেরে বাংলা একে ফজলুল হকে পৌত্র ফাইয়াজুল হক রাজু, বানাড়িপাড়া পৌর মেয়র সুভাস চন্দ্র শীল, বানাড়িপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, শিল্পপতি এম মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সেরনিয়াবাত, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ নেতা আবিদ আল হাসান।
সুত্র থেকে জানা গেছে বাংলাদেশ জন্ম নেবার পরে এই আসন থেকে ১৯৭৩ সালে আওয়ামীলীগের বাবু হরনাথ বাইন এমপি নির্বাচিত হবার পর নৌকা প্রতীকে কেউ জয়লাভ করতে পারেনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব মনিরুল ইসলাম মনি নৌকা প্রতীকে জয়লাভ করার পরে এমপি থাকাকালীন সময় বিভিন্ন কারনে নিজ দলের নেতা কর্মিদের কাছে আলোচিত সমালোচিত হয়ে মনোনয়ন বঞ্চিত হন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে উজিরপুর বানাড়িপাড়া এলাকার ভোটার না হওয়া সত্বেও বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুছ দলীয় নৌকার টিকিটে এমপি হলেও তার ক্ষমতার আমলে উজিরপুর বানাড়িপাড়া আওয়ামীলীগের নেতা কর্মিরা বিভক্ত হয়ে ইউনুছ বিরোধী বলয় গড়ে তোলে ফলে তিনিও পরবর্তীকালে মনোনয়ন বঞ্চিত হন।
একাদশ জাতীয় নির্বাচনে মোঃ শাহে আলম তালুকদার নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়ে বর্তমানে উজিরপুর-বানাড়িপাড়া আওয়ামীলীগের কমিটির শীর্ষ নেতাদের সাথে দুরত্ব তৈরি করে আলোচিত সমালোচিত হয়ে মিডিয়ায় শিরোনাম হবার মতো ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
ফলে ধারাবাহিক ভাবে দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগ ক্ষমতায় থেকে দলীয় এমপির হাতে ক্ষমতা থাকলেও যারাই এমপি নির্বাচিত হয়েছেন তারা নিজের অবস্থানে থেকে নিজস্ব বলয় তৈরি করতে গিয়ে দলীয় অন্তকোন্দলে জড়িয়ে পরে সংগঠনের নেতা কর্মিরা ধারা উপধারায় বিভক্ত হয়ে নতুন নেতা তৈরিতে কলহ বিবাদের সৃষ্টি করে চলছে।
আর এসব কারনেই উজিরপুর বানাড়িপাড়া একটি আসনের বিপরীতে ডজনের অধিক প্রার্থী মনোনয়ন পাওয়ার আশায় দলীয় হাইকমান্ডের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে মনে করে এলাকার সাধারণ ভোটার ও আওয়ামীলীগ কর্মিরা।এলাকার অভিজ্ঞ প্রবীণ আওয়ামীলীগ নেতাদের ধারনা স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এই অঞ্চলে আওয়ামীলীগের রাজনীতিতে প্রত্যক্ষ নেতৃত্ব দেয়া নেতাদের বাদ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারনে তৃণমূল পর্যায়ে ত্যাগী কর্মিদের অবমূল্যায়নে দলীয় কোন্দলের সৃষ্টি হয়।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উজিরপুর বানাড়িপাড়া আসনে এবার স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে আওয়ামীলীগের ধারাবাহিক পরিচ্ছন্ন রাজনীতির নেতৃত্ব দেয়া চাখার কলেজের সাবেক জিএস ও ভিপি মুক্তিযুদ্ধের বেইজ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান খানকে দলীয় নৌকা প্রতিকের প্রতিনিধি মনোনীত করলে দলীয় গৃহদাহ নিরসনে সহায়ক ভুমিকা রাখবে।
কারন প্রবীণ আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে আওয়ামী আদর্শের রাজনীতির সাথে যুক্ত থেকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নেতৃত্ব দেন।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্ব-পরিবারে বঙ্গবন্ধু নিহত হলে হত্যাকান্ডের প্রতিবাদে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে আহবায়কের দ্বায়িত্ব পালন করেন। জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনি আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেন ফলে তৎকালীন স্বৈর শাসকদের রোষানলে পরে হামলা মামলা জেল জুলুম সহ্য করে বিদেশে নির্বাসনে যেতে বাধ্য করে, ৭৫ পরবর্তী সময় সুদূর জার্মানিতে থেকেও বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে জনমত গঠনের আন্দোলন সংগ্রাম অব্যহত রাখেন।
স্বৈরশাসক এরশাদ ও ১৯৯৬ সাল পযর্ন্ত আওয়ামীলীগের চরম দুঃসময়ে উজিরপুর, বানাড়িপাড়া, বাবুগঞ্জ উপজেলায় অক্লান্ত পরিশ্রম করে দলকে সুসংগঠিত করতে কর্মিদের উৎসাহ জুগিয়েছেন। এলাকার প্রবীণ আওয়ামীলীগ কর্মি গিয়াস উদ্দিন (৮০) বলেন এক সময় এলাকায় আওয়ামীলীগের সভা সমাবেশ মিছিল মিটিং করা ছিল সাহসের ব্যাপার সেই সময় আমাদের দলীয় কার্যক্রমে হাবিবুর রহমান খান অগ্রভাগে থেকে নেতা কর্মিদের সাহসের বাতিঘর হিসেবে ছিলেন যার কারনে অত্র অঞ্চলের সকলের কাছে নৌকা মার্কার নির্ভরতার প্রতিক হিসেবে পরিচিত।
এছাড়াও একজন মুক্তিযোদ্ধা হিসেবে উজিরপুর বানাড়িপাড়ায় দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয়জন হাবিব খান ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে পারবে। স্বাধীনতার ৫২ বছরের ইতিহাসে দলীয় লাভজনক পদে না থেকেও আওয়ামীলীগের রাজনীতির প্রবীণ নেতা হাবিবুর রহমান খানকে দলের হাইকমান্ড নৌকা প্রতিকে মনোনীত করে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্বীকৃতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকার সাধারণ নেতা কর্মিরা।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :