নলছিটিতে পুকুরে ভাসছিল শিশুর লাশ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৩, ৬:৩৮ অপরাহ্ণ /
নলছিটিতে পুকুরে ভাসছিল শিশুর লাশ

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে মো. সাব্বির হোসেন শরিফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে পৌরসভার কাঠেরপুল এলাকার শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাব্বির ওই গ্রামের মো. মাসুদ শরিফের ছেলে। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুরে শিশু সাব্বির বাড়িতে খেলা করছিলো।

অনেকক্ষণ ওই শিশুকে দেখতে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। পরে বাড়ির পিছনের পুকুরের পানিতে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করা হয়।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।