বরিশাল-৩ আসনে জাপার দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন গোলাম কিবরিয়া টিপু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ /
বরিশাল-৩ আসনে জাপার দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন গোলাম কিবরিয়া টিপু

বাবুগঞ্জ প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২১-বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনে নির্বাচনের লক্ষ্যে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছেন বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু।

মঙ্গল বার ২১ নভেম্বর দুপুরে রাজধানীর বনানীস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন পত্র ক্রয় করেন। এদিকে দুপুর ১২ টার দিকে আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর নির্বাচনী এলাকা ১২১ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে শতাধিক নেতাকর্মী বর্নাঢ্য মিছিল নিয়ে মনোনয়ন সংগ্রহ করতে বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আসলে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

এসময় টিপুর সমর্থকরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখেন পুরো এলাকা। মনোনয়ন ক্রয় পরবর্তী এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু বলেন সুষ্ঠু ও সুন্দর ভোট গ্রহন হলে অবস্যই তিনি বরিশাল-৩ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হবেন। তিনি দাবী করেন, বাবুগঞ্জ-মুলাদীর প্রতিটি জনপদে অতীতের তুলনায় কাঙ্খিত উন্নয়ন হয়েছে যা তাঁর অবদান।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সকলের সহযোগিতা নিয়ে বাবুগঞ্জ-মুলাদী বাসির প্রাণের দাবী মীরগঞ্জ সেতু বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছি। যে কারণে বাবুগঞ্জ-মুলাদীর সাধারণ মানুষ জাতীয় পার্টির সাথে রয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত বলে দাবী করেন তিনি।

আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু ২০০৮ সালের ২৯ ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে ৬৬ হাজার ৪ শত ৬৩ ভোট পেয়ে পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই সংসদীয় আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে ৫৪ হাজার ৭ শত ৭৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।