স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশাল নগরের ব্যস্ততম ফলপট্টি এলাকা থেকে গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আল-আমিন হাওলাদারকে মারধর করে অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে হামলাকারীরা ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল রেখে পালিয়ে যেতে চাইলে একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পৌর কাউন্সিলর আল-আমিন মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। আর ঘটনা খতিয়ে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। আল-আমিন হাওলাদার গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও গৌরনদী পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ফোর লেনের জমি অধিগ্রহণ সংক্রান্ত একটি কাজ নিয়ে গৌরনদী থেকে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে আসি। সেখান থেকে বিরিয়ানি খাওয়ার জন্য বরিশাল নগরের ফলপট্টি এলাকায় যাই। মোটরসাইকেল রেখে বিরিয়ানির দোকানে প্রবেশের সময় ৪-৫টি মোটরসাইকেলে বেশ কিছু অজ্ঞাতপরিচয় যুবক লোক সেখানে আসেন।
তারা মোটরসাইকেল থেকেই আমার নাম জানতে চান, আমি প্রশাসনের লোক ভেবে নাম-পরিচয় দেই। তবে নাম-পরিচয় বলার সঙ্গে সঙ্গেই তারা আমাকে মারধর শুরু করেন এবং টেনে-হিঁচড়ে মোটরসাইকেলে ওঠানোর চেষ্টা করেন। দু’একবার হামলাকারীদের সঙ্গে ধস্তাধস্তি করে মোটরসাইকেল থেকে নিজেই নেমে যাই।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও কাউন্সিলরের স্বজন তায়েব হাওলাদার জানান, বিষয়টি দেখে স্থানীয়রা এগিয়ে এসে প্রতিবাদ জানান এবং ধাওয়া দিলে হামলাকারীরা দুটি পৃথক মডেলের মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার সময় হামলাকারীদের মধ্যে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
এ ঘটনায় মামলা দায়ের করবেন জানিয়ে কাউন্সিলর আল-আমিন হাওলাদার বলেন, পূর্বে এমন কোনো ঘটনা মাথায় আসছে না, যার জন্য আমাকে অপহরণের চেষ্টা করা হবে। এ ঘটনায় আমি ও আমার পরিবার আতঙ্কিত। স্থানীয় সূত্রে জানা গেছে, আল-আমিনের সঙ্গে তার দলীয় এক প্রভাবশালী নেতার বিরোধ রয়েছে।
বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, স্থানীয়রা একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে, তার সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেইসঙ্গে হামলার বিষয়টি সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :