নিজস্ব প্রতিবেদক:: করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষের জন্য ফের ২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে আওয়ামী যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে প্রায় শতাধিক চিকিৎসক টেলিফোনে জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবেন।
সোমবার (৫ এপ্রিল) চিকিৎসকদের নাম ও মোবাইলসহ বিস্তারিত প্রকাশ করেছে কেন্দ্রীয় যুবলীগ। দেশের যে কোনও স্থান থেকে প্রকাশিত নম্বরে ফোন করে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে। সময় সমন্বয় করে ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে এই সেবা কার্যক্রম।
২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা কার্যক্রমের সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীকে। সমন্বয়কের দায়িত্ব পালন করবেন— সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, স্বাস্থ্য সম্পাদক ডা. ফরিদ রায়হান, উপ-স্বাস্থ্য সম্পাদক ডা. মাহফুজার রহমান উজ্জ্বল, সহ-সম্পাদক ডা. মনজুরুল ইসলাম ভূঁইয়া রাফি, নির্বাহী সদস্য ডা. আওরঙ্গজেব আরু, নির্বাহী সদস্য ডা. মো. রায়হান সরকার রিজভী।
মানবসেবামূলক এ ধরনের উদ্যোগ সম্পর্কে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘রাজনীতি হচ্ছে মানুষের জন্য। মানুষের সেবা করাই যুবলীগের রাজনীতির মূল লক্ষ্য। মানুষের জন্য যুবলীগ যেমন রাজপথে নামে, তেমনই মানুষের দুর্যোগ-দুর্বিপাকে যুবলীগ সবসময় মানুষের পাশে দাঁড়ায়। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে করোনাকালে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। যেকোনও সংকটে-সংগ্রামে-মানবিকতায় যুবলীগ মানুষের পাশে থাকবে।’
এর আগে করোনার প্রথম সংক্রমণের ধাপে গত বছর এপ্রিলে রাজধানীতে অসহায় মানুষের সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করে কেন্দ্রীয় যুবলীগ। গত বছর ২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউন শুরুর পর হতে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে যুবলীগের নেতাকর্মীরা বিনামূল্যে খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করে। এছাড়া করোনা-আক্রান্ত মৃতদেহ দাফনের কাজে যুবলীগ আত্মনিয়োগ করে।
টেলিমেডিসিন সেবাদানকারী চিকিৎসক ও তাদের ফোন নম্বর:
সমন্বয়ক কমিটি
ডা. খালেদ শওকত আলী-০১৭৫৫৫৭৭৫৮৯, ডা. মো. হেলাল উদ্দিন-০১৮১৯২৭৫২১২, ডা. ফরিদ রায়হান-০১৭১১৩৭৬৭১৬, ডা. মাহফুজার রহমান উজ্জ্বল-০১৮১৮৭১৫৮৮৫, ডা. মনজুরুল ইসলাম ভূঁইয়া রাফি-০১৭১২০০৯১৬০, ডা. আওরঙ্গজেব আরু-০১৭১১১১০৬৭৯, ডা. মো. রায়হান সরকার রিজভী-০১৫১৮৪৭৪২৯৮, মো. নাজমুল হাসান-০১৭১২৭৩৯৮০৬, ডা. নুরুল ইসলাম হাসিব-০১৮১৮৭৯৫৯৭৬, ডা. সম্রাট নাসের খালেদ-০১৭১৭৪৬৩৩৮৩, ডা. মফিজুর রহমান জুম্মা-০১৬৭০২৪২৯৬৭, ডা. মো. আতিকুর রহমান-০১৭৪৮৪৭৯০৯৮, ডা. মো জাহাঙ্গীর আলম জুয়েল-০১৭২২১২২১৫২।