নিজস্ব প্রতিবেদক// জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আহতরা। সঙ্গে অংশ নিয়েছেন অভ্যুত্থানে অংশগ্রহণ করা ছাত্র-জনতাও।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন তারা। অবস্থানের এক পর্যায়ে অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার স্লোগান দিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।
এ সময় আন্দোলনকারীরা পাশাপাশি ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে; আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না; ২৪-এর চেতনা, বৃথা হতে দেবো না; অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন।
আন্দোলনকারীরা বলছেন, তাদের জুলাই সনদ দিতেই হবে। এটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। না হলে তারা জীবন দেবেন, কিন্তু রাজপথ ছাড়বেন না। তারা শুধু গাছের ফুল দেখতে চান না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চান।
আন্দোলনে অংশ নিয়ে আহত রাকিব বলেন, আর কতদিন অপেক্ষা করবো। সামনে নির্বাচন আসছে। অভ্যুত্থানের এক বছর হয়ে গেলো, এখনও ঘোষণাপত্র আর সনদই দিতে পারেনি সরকার। এবার গড়িমসি বন্ধ না করলে আন্দোলন কঠোর হবে।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.