অচেতন অবস্থায় মসজিদের পাশ থেকে র্যাব সদস্য উদ্ধার!
Barisal Crime Trace -HR
প্রকাশিত এপ্রিল ১৪ বুধবার, ২০২১, ১২:৫৬ অপরাহ্ণ
বরিশালক্রাইমট্রেস ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে মসজিদের পাশ থেকে অচেতন অবস্থায় আব্দুল করিম নামে র্যাবের এক সদস্যকে উদ্ধার করেছে র্যাব-১।
মঙ্গলবার সকালে উপজেলার নগর হাওলা গ্রামের একটি মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
র্যাব সদস্যরা জানায়, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদের এসে দেখেন বারান্দায় অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। পরে র্যাব সদস্যের আইডি কার্ড ওই ব্যক্তি সাথে দেখে তারা র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পে খবর দেয়।
পরে র্যাব সদস্যরা অচেতন অবস্থায় আব্দুল করিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তবে তিনি র্যাবের কোন শাখায় রয়েছেন তা এখনো জানা যায়নি। কেনই বা এখানে ফেলে রাখা হয়েছে জানতে তদন্ত চলছে বলেও জানায় র্যাব সদস্যরা।