তজুমদ্দিন(ভোলা) সংবাদদাতা // ভোলার তজুমদ্দিনে রহস্যজনক নিখোঁজের ৪ দিন পর বাকপ্রতিবন্ধী কবির (৩৫) এর লাশ বাড়ীর কাছের পরিত্যাক্ত পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। উদ্ধারকৃত লাশের হাতে, বুকে ও চোখে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে তজুমদ্দিন থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে পোস্টমর্টেম রিপোর্টের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন। গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে শম্ভুপুর বাংলাবাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
নিহত মো. কবির (৩৫) তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ডের রতন ডুবাই বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। বাকপ্রতিবন্ধী কবির ৪ সন্তানের জনক। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
কবিরের বৃদ্ধ মা জানান, আমার বোবা ( বাকপ্রতিবন্ধি) ছেলে মঙ্গলবার বিকালে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খুঁজেছি। সে কথা বলতে পারে না, এমনকি কারও কাছে খাবারটুকু পর্যন্ত চেয়ে নিতে পারে না। ৪টা নাতি নাতনি নিয়ে কার কাছে যাবো। কারা আমার বোবা ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, সংবাদ পেয়ে পুলিশের টিম পুকুরে ভাসমান লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। উদ্ধারকৃত লাশের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখমের চিহ্ন পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.