নিজস্ব প্রতিবেদক// হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য শুক্রবার (১ আগস্ট) শাহ আহমদ শফি ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করছেন বিএনপির স্থানীয় কমিটির দুই নেতাসহ অন্যান্যরা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমদ হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিএনপি নেতারা চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয় দারুল উলূম মুঈনুল ইসলাম-হাটহাজারী গিয়ে হেফাজতের সাবেক দুই আমির আল্লামা শাহ আহমদ শফি এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবরও জিয়ারত করেন।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তারা এই সাক্ষাৎ করেছেন।
এর আগে ২৯ জুলাই রাজধানীর বনানীতে অবস্থিত ছারছিনা দরবার শরীফের পীর মুফতি শাহ আবু নছর নেছারউদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
হেফাজতের পক্ষে আনুষ্ঠানিক কিছু জানানো না হলেও নীতিনির্ধারণী পর্যায়ের এক হেফাজত নেতা কালের কণ্ঠকে বলেন, ‘এটি স্রেফ সৌজন্য সাক্ষাৎ। আয়োজন করে কোনো কিছু হয়নি এবং রাজনৈতিক কোনো বিষয়েও আলোচনা হয়নি। উনারা দুই মুরুব্বির কবর জিয়ারত করেছেন।
হেফাজতের আমির সাহেবসহ দুই মাদরাসার সিনিয়র আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে চলে গেছেন।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.