বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি // বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির কমিটিকে ‘পকেট কমিটি’ বলে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে দলের একাংশ। ওই কমিটি বাতিল করে দলের যোগ্য, ত্যাগী, নির্যাতিত ও হামলা-মামলার শিকার নেতাকর্মীদের নিয়ে পুনরায় নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ করেন তারা।
শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় দলের পদবঞ্চিত নেতাকর্মীরা মহেশপুর বাজারে এ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহেশপুর সৈয়দ আফসার আলী ডিগ্রী কলেজ মাঠে প্রতিবাদ সভা করে।
প্রবীন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাস্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন নিয়ামতির কৃতি সন্তান ঢাকা মহানগর যুবদল নেতা আব্দুস সালাম সিকদার, বিএনপি নেতা নিয়াজ মোরশেদ, রিপন বিশ্বাস, ইউপি সদস্য গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবু বকর পাবেল প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিয়ামতি ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। দলের যোগ্য, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান ঘরানার নেতাকর্মীদের সমন্বয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এমনকি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিটির অধিকাংশ সদস্যই আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে একতরফা কমিটি করা হয়েছে।
এমন ‘পকেট কমিটি’ গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পদবঞ্চিতরা নেতাকর্মীরা দ্রুত এই কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতা-কর্মীদের পদ দেওয়ার দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.