বরগুনা প্রতিনিধি //বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ধূপতি মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন সুলতানা (৪৫)। তিনি বরগুনা বিআরডিবির সাবেক চেয়ারম্যান এবিএম রুহুল আমিনের স্ত্রী।
কয়েকদিন আগে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন সন্তানের জননী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ নিয়ে বরগুনা জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।
মৃতদের মধ্যে ২৮ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৪ জন বেতাগীতে এবং ৩ জন পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৭১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৯৩ জন, যার মধ্যে ১৩৮ জন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “বরগুনায় দিন যতই যাচ্ছে, ডেঙ্গু রোগীর সংখ্যা ততই বাড়ছে। কোনোভাবেই আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। ইতোমধ্যে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”
তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.