ইফতেখার শাহীন, বরগুনা// জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জুলাইয়ের মায়েদের নিয়ে অভিভাবক সমাবেশ করেছে বরগুনা জেলা প্রশাসন এবং আগত অভিভাবকদের উপহার সামগ্রী দেয়া হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জুলাই আন্দোলনে নিহত বীর যোদ্ধাদের মায়েরা তাদের বেদনা জড়িত অভিব্যক্তি প্রদান করেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরল ইসলাম হাওলাদার।
সভায় আরো উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাত রানা, পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, এনডিসি আবদুল্লাহ আল মামুন এবং জুলাইয়ের আন্দোলনে নিহত এবং আহতদের গর্বিত মায়েরা এবং তাদের অভিভাবকবৃন্দ।
এ ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের বীর যোদ্ধারা। সমাবেশ শেষে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই আন্দোলনের বীর যোদ্ধা, আহত এবং নিহত অভিবাকদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.