বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেল ৫টায় বাসস্ট্যান্ড নতুন কাঁচাবাজার চত্বরে থানা পুলিশের ১নং ওয়ার্ড বিট পুলিশিংয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিট অফিসার এস আই তোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখেন পৌর ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুর রাজ্জাক, রিপোর্টার্স সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, পৌরসভার ১নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান ফিরোজ, ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি মাহবুব আলম খান, ১নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম,
কলেজ ছাত্রদলের সভাপতি জসীম উদ্দীন নিক্সন, সাধারন সম্পাদক রনি, ছাত্র প্রতিনিধি আরিফুর রহমান, ব্যবসায়ী বাবুল হাওলাদার প্রমূখ।
সভায় বক্তব্যে ওসি আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের একটি বৃহত্তর উপজেলা বাকেরগঞ্জ।আশপাশের বেশ কয়েকটি জেলা এবং উপজেলার মাদক সেবী ও মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত অসৎ উদ্দেশ্য বাকেরগঞ্জ থানা এলাকায় যাতাযাত করে। আমরা সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে প্রতিহত করতে। পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, মাদক কারবারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং তথা অপরাধীদের টার্গেট বাকেরগঞ্জ থানা। যে কারণে বড় থানা এলাকায় অপরাধ সংগঠিত বেশি হয়। গত কয়েক মাসে এই থানা এলাকায় বেশ কিছু অপরাধ সংগঠিত হয়েছে। থানা পুলিশ চেষ্টা করেছে সেসব অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করতে। যার সুফল আপনারা ভোগ করছেন। সব ধরণের পুলিশি সেবা এখন আপনাদের দোরগোড়ায়। পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি রোল মডেল বাকেরগঞ্জ থানা গড়ে তোলা সম্ভব। বর্তমান সরকার ও পুলিশের আইজিপি পুলিশ-জনগণ সম্পর্ক আরো দৃঢ় করতে এবং পুলিশি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.