প্রকাশিত এপ্রিল ১৫ বৃহস্পতিবার, ২০২১, ০২:২৮ অপরাহ্ণ
আরিফুর রহমান, নলছিটি:: ঝালকাঠির নলছিটিতে করোনা ভাইরাস সংক্রামক রোধে সরকারি বিধি নিষেধ কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে নলছিটি উপজেলা প্রশাসন।
লকডাউন অমান্য করে দোকান খোলা ও বিনা কারণে বাহিরে চলাফেরার করার দায়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতে ।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে নলছিটি উপজেলা শহরে এই বিধিনিষেধ অমান্য করার দায়ে ৭ জনের নিকট থেকে মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.সাখাওয়াত হোসেন।
এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ খুব দ্রুত বাড়ছে। প্রতিদিন মৃত্যুর সংখ্যাও বাড়ছে তাই খুব জরুরি কাজ ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। বিধিনিষেধ অমান্য কারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।