নিজস্ব প্রতিবেদক// আধুনিক চক্ষু চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্য নিয়ে বরিশালে চালু হলো আন্তর্জাতিক মানের ‘আদর্শ চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার’।
গতকাল শনিবার নগরীর সিএন্ডবি রোডে নবনির্মিত হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রিন্সিপাল ডা. এস এম আবুল হাসান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সাবেক ইউনিট প্রধান ডা. এন সি দে রবিন, সহযোগী অধ্যাপক ডা. জুয়েল ইলিয়াস রব, ডা. বর্না, চক্ষু বিশেষজ্ঞ ডা. সিদ্দিকুর রহমান এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বরিশালে চক্ষু রোগীদের জন্য উন্নত চিকিৎসা সুবিধার বড় ধরনের ঘাটতি ছিল। এই হাসপাতাল সেই ঘাটতি পূরণে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ বলেন, বরিশালে অনেক চক্ষু হাসপাতাল থাকলেও আমরা এসেছি নতুন ধারা ও উন্নত সেবা দেয়ার লক্ষ্যে। এখানে সর্বাধুনিক সরঞ্জাম স্থাপন করা হয়েছে। গরিব-ধনী নির্বিশেষে সবাই যেন মানসম্মত চিকিৎসা পায়, সেই ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া-মোনাজাত পরিচালনা করেন সরকারি ফজলুল হক কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর আব্দুর রব।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.