নিজস্ব প্রতিবেদক// বরিশালের মুলাদীতে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানী চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার গাছুয়া ইউনিয়নের ইসলামাবাদ নেছারিয়া ফাযিল মাদ্রাসা এলাকায় শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
গত রোববার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বখাটেরা এক ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। গাছুয়া ইউনিয়নের চরধলেশ্বর গ্রামের হারুন ঘরামীর ছেলে শাকিল ঘরামী (২০) ও তার সহযোগীদের বিরুদ্ধে এই মানববন্ধন করা হয়। এসময় মাদ্রাসার অধ্যক্ষ মো. ইয়াসিন মুনিরসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ছাত্র-ছাত্রী অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
স্থানীয় অভিভাবক আব্দুল জব্বার ব্যাপারী জানান, শাকিলসহ একদল বখাটে পদ্মারহাট ও আশপাশের এলাকায় অবস্থান করে মাদ্রাসার ছাত্রীদের উত্যাক্ত করেন। কয়েকমাস ধরে শাকিল ওই মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ওই ছাত্রী প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হন শাকিল।
মাদ্রাসার অধ্যক্ষ মো. ইয়াসিন মুনির বলেন, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ছুটির পরে ওই ছাত্রী বাড়ি ফেরার পথে শাকিল কয়েকজন সহযোগী নিয়ে পথরোধ করেন। পরে শাকিল ও তার সহযোগীরা ওই ছাত্রীকে টেনে হিঁচরে শ্লীলতাহানী করে এবং নির্জনস্থানে নেওয়ার চেষ্টা করে। ছাত্রীর ডাকচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে গেলে শাকিল ও অন্যান্যরা পালিয়ে যান। সোমবার সকালে মাদ্রাসায় গিয়ে ওই ছাত্রী বিষয়টি জানালে শিক্ষার্থী ও অভিভাবকেরা বখাটে শাকিলের বিচারের দাবিতে মানববন্ধন করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ছাত্রীকে শ্লীলতাহানী চেষ্টার বিষয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া স্কুল-কলেজ-মাদ্রাসার পথে বখাটেদের উৎপাত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.