সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ মোহনা টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি মো. সোহাগ রহমানের মাতা এবং রাঙ্গাবালী উপজেলা চালিতাবুনিয়া ইউনিয়নের মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চালিতাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এর মাতা চিনাবুনিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলী হোসেন হাওলাদারের স্ত্রী মোসা. মরিয়ম বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর। তিনি ৫ আগস্ট বৃহস্পতিবার বেলা ১টা ৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে পটুয়াখালী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে এবং ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা, মাননীয় সংসদ সদস্য মহিবুর রহমান মুহিব, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদসহ সাংবাদিকবৃন্দরা গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য ৬ আগস্ট শুক্রবার সকাল ৯টায় মরহুমার গ্রামের বাড়ি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন হয়েছে বলে পরিবারসূত্রে জানা যায়।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :