মোঃ সাদ্দাম হোসেন :: আসন্ন ১৮ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত দেশব্যাপী মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি সফল করতে বরিশাল জেলা দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। সভায় প্রধান বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বরিশাল-৫ (সদর) আসনের অন্যতম জনপ্রিয় নেতা, এডভোকেট আবুল কালাম শাহিন।
তিনি বলেন,“বর্তমান ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন, মিথ্যা মামলা ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে বিএনপি ঘোষিত এই কর্মসূচি একান্ত জরুরি। দেশের মানুষের বাকস্বাধীনতা আজ বিপন্ন। আমরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলিতভাবে কর্মসূচি পালন করবো। বরিশাল জেলা দক্ষিণ বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে, এবং নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি শতভাগ সফল হবে ইনশাআল্লাহ।”
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সভা শেষে প্রতিটি ইউনিটকে নিজ নিজ এলাকায় কর্মসূচি বাস্তবায়নে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.