নিজস্ব প্রতিবেদক// বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা বিজয় পেয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হয়ে নির্যাতন ভোগ করে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। আজকে আমাদের বিজয়ের দিন, কারণ গতকাল দেশের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন- আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনের লক্ষ্যে আমরা এতদিন কাজ করেছি।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার (৬ আগস্ট) দুপুরে নগরীর সদর রোডে বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার ও জবাবদিহিতা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এত বড় আন্দোলন সফল হয়েছে। এজন্য আজকে বরিশাল বিভাগের এই সমাবেশ থেকে আমরা তাদের অভিনন্দন জানাই।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান ও আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.