নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জুলাই অভ্যুত্থান ও জুলাই বিপ্লব দিবস উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির বিজয় মিছিলে হামলা করে স্থানীয় সাংবাদিক ও তার দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় মাদারীপুর পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় মিছিলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের কুপিয়ে জখম করা হয়। আহতরা হলেন দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম লিখন মুন্সি এবং তার আপন দুই ভাই মিলন মুন্সি ও সোহাগ মুন্সি।
গত ২৩ মার্চ রাতে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোফাজ্জেল মুন্সির ছেলে শাকিল মুন্সি হত্যা মামলার আসামি ছিলেন শহিদুল ইসলাম লিখন মুন্সি। এ ঘটনার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে আহতদের পরিবার।
আহতের পরিবার ও পুলিশ জানায়, পৌনে ১২টায় জেলা বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লব দিবস উপলক্ষে বিজয় মিছিল হয়। মিছিলটি ডিসি ব্রিজ এলাকায় এলে মিছিল থেকে কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে লিখন মুন্সিকে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে তাকে বাঁচাতে গেলে লিখনের দুই ভাই মিলন মুন্সি ও সোহাগকেও কুপিয়ে জখম করে। পরে প্রাথমিক অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। এ দিকে সাংবাদিকের ওপর এমন ন্যক্কারজনক হামলায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.