কলাপাড়া প্রতিনিধি।। কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোঃ এনামুল হকের বড় ভাই মোঃ মোসলেম আলী হাওলাদার দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারনে অসুস্থ থাকার পর শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর ১টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক (৯৮) বছর। তিনি ৪ পুত্র ৩ কন্যা ও বহু আত্নীয় স্বজন রেখে গেছেন।
মহুমের প্রথম নামাজে জানাজা উপজেলা লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে আছর নামাজবাদ ও দ্বিতীয় জানাজা বালিয়াতলী ইউনিয়ন নয়াপাড়া গ্রামে হাজী মোঃ শামসুল হক হাওলাদার বাড়ির জামে মসজিদের মাঠে মাগরিব নামাজবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজা তার নাতি হাফেজ মোঃ নেছার উদ্দিন পরিচালনা করেছেন।
মরহুমের আত্তার মাগফিরাত কামনা করেন অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকমের সম্পাদক এস এম আলমগীর হোসেন, কলাপাড়া সাংবাদিক ফোরাম সহ কলাপাড়া কর্মরত সংবাদকর্মীরা ও লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত হোসেন তপন বিশ্বাস শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।