উল্লেখ্য, বাংলাদেশের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক আজকের বার্তা’র সম্পাদক এবং বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল এর সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের ভাই কাজী নেছার উদ্দিন আজাদ শুক্রবার (১৬ এপ্রিল) রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। কাজী আজাদ নগরীর কাশিপুর-গড়িয়ারপাড় এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, দুই ভাই ও বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বেশ কয়েকদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। মরহুমের জানাজার নামাজ তার বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হবার পর পারিবারিক গোরস্থানে লাশ দাফনের করা হয়।