নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অভিনেত্রী শ্বেতা মেননের নামে মামলা দায়ের হয়েছে। মালায়ালাম সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীর নামে অশ্লীল-কুরুচিপূর্ণ চলচ্চিত্র ও বিজ্ঞাপনে অভিনয়ের অভিযোগ আনা হয়েছে।জানা যায়, মার্টিন মেনাচেরির অভিযোগের ভিত্তিতে কেরালার এরনাকুলাম সেন্ট্রাল থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আদালতের নির্দেশে মামলাটি ‘অশ্লীল বাণিজ্য (প্রতিরোধ) আইন, ১৯৫৬’-এর ধারা ৫, ৩ এবং ‘তথ্য প্রযুক্তি আইন, ২০০০’-এর ধারা ৬৭(এ)-এর অধীনে নথিভুক্ত করা হয়েছে।
হেমা কমিটির প্রতিবেদন প্রকাশের পর গত বছরের আগস্টের মাঝামাঝি সময়ে অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টের (এএমএমএ) প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন বরেণ্য অভিনেতা মোহনলাল। এক বছর পর আগামী ১৫ আগস্ট সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্বেতা মেনন। এ অভিনেত্রীর সমর্থন সময়ের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। ধরেই নেওয়া হয়েছে, প্রথমবারের মতো সংগঠনটি নারী সভাপতি পেতে যাচ্ছে। কিন্তু নির্বাচনের কয়েক দিন আগে এই অভিনেত্রীর নামে এমন গুরুতর অভিযোগ আলোচনার জন্ম দিয়েছে।
অভিযোগকারী দাবি করেছেন, শ্বেতা অভিনীত সিনেমা ও বিজ্ঞাপনগুলো সামাজিকমাধ্যমে ও প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটের মাধ্যমে ছড়ানো হয়েছে জনপ্রিয়তা ও আর্থিক লাভের উদ্দেশ্যে। পুলিশ জানিয়েছে, মামলাটির প্রাথমিক তদন্ত চলছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তারা মামলাটি রুজু করেছে। পুলিশ এই বিষয়ে তদন্ত করে দেখবে অভিযোগগুলো আদৌ সত্য কি না।
মালায়ালাম ভাষার ‘অনাশ্বরম’ সিনেমার মাধ্যমে ১৯৯১ সালে বড় পর্দায় অভিষেক ঘটে শ্বেতা মেননের। ৫১ বছরের শ্বেতা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন। মালায়ালাম ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু সিনেমায়ও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.