অনলাইন ডেস্ক// সিরিয়ার রাজধানী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছাকাছি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা শহরে সিরিয়ান সরকারি বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণের ওই অঞ্চলটিতে দ্রুজ সম্প্রদায়ের বসবাস। গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দ্রুজ সম্প্রদায়ের সংঘর্ষ চলছে। বিবিসি জানিয়েছে, বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় ৯ জন আহতের খবর পাওয়া গেছে।
এর আগে অঞ্চলটি থেকে সিরিয়ার সরকারি বাহিনী প্রত্যাহার করতে হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল। বাহিনীর সদস্য প্রত্যাহার না হলে হামলার হুমকিও দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রাজধানী দামেস্কে সরকারপন্থী সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালানো হয়েছে। এক্স (সাবেক টুইটার) পোস্টে আইডিএফ আরও জানিয়েছে, সিরিয়ার দক্ষিণ অঞ্চলেও হামলা চালানো হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কে ধোঁয়া উড়তে দেখা গেছে। হামলার প্রধান লক্ষ্য ছিল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর।
দামেস্কে হামলা শুরুর কিছুক্ষণ পরই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক মাধ্যমে একটি হুঁশিয়ারিমূলক বার্তা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘দামেস্কে সতর্কবার্তা শেষ —এখন যন্ত্রণাদায়ক আঘাত আসবে।’
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.