লালমোহন (ভোলা) প্রতিনিধি: অপরাধীদের এই সমাজে আর শান্তিতে থাকতে দেয়া হবে না, তাদেরকে যেকোনোভাবে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
বৃহস্পতিবার বিকেলে ভোলার লালমোহন থানার আয়োজনে থানা প্রাঙ্গনে বিভিন্ন অপরাধ প্রবণতা রোধের লক্ষ্যে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি। এসপি মোহাম্মদ শরীফুল হক বলেন, চোর, ডাকাত, মাদক ব্যবসায়ী, দখলবাজ ও চাঁদাবাজদের ছবি থানায় টানিয়ে দেয়া হবে।
তাদের আর গোপন রাখা হবে না। দেশের ৯৯ ভাগ মানুষই ভালো। আর বাকি ১ ভাগ খারাপ মানুষ ওইসব ভালো মানুষদের ভাগ্য নষ্ট করছে। ওই খারাপ মানুষদের রুখতে সবাইকে এখন থেকেই স্বোচ্চার হতে হবে।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার অরিত সরকার, শিক্ষাণবীশ সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণি- পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.