নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদকে এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত মামুন হাওলাদারের দায়ের করা এই মামলাটি উদ্দেশ্য প্রণোদিত।
তারা বলেন, সম্প্রতি মামুন বাহিনী ছাত্রদল কর্মী "রেজাউল সিকদার"-কে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এই ঘটনার পর মামুন বাহিনীর বিরুদ্ধে মামলা করা হলে তার প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে সাজ্জাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বরিশালের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছেন। তারা সাজ্জাদের নিঃশর্ত মুক্তি দাবি করে বলছেন, "আওয়ামী লীগের মদদে বিএনপির নেতাকর্মীদের দমনে নোংরা কৌশল নেওয়া হচ্ছে।"
এ বিষয়ে বরিশাল জেলা বিএনপির একাধিক নেতা জানান, “যেখানে প্রকৃত অপরাধীর বিচার না হয়ে উল্টো নিরপরাধ নেতাকে জেলে পাঠানো হচ্ছে, তা দেশের আইনের প্রতি মানুষের বিশ্বাস কমে যাচ্ছে।” এ বিষয়ে মামুন হাওলাদার বলেন- আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি।
আইনের মাধ্যমে বুঝে আসবো। আওয়ামী লীগ করতেন কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, সালাউদ্দিন রিপন আমার আত্মীয় তাই তার ডাকে আমি গিয়েছিলাম। তখন হয়তো কেউ আমার ছবি তুলেছে। এখন পর্যন্ত এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.