নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রেস্তোরাঁর টেবিলে বসে প্রেমিক-প্রেমিকা যুগল গল্প করার ফাঁকে একটি ‘খোলা আগ্নেয়াস্ত্র (পিস্তল)’ বের করে প্রেমিকার হাতে তুলে দেন প্রেমিক। এতে প্রেমিকা হাসিতে ফেটে পড়েন।তিনি পিস্তল নিয়ে প্রথমে তাক করেন প্রেমিকের দিকে, পরে টেবিলের উল্টো পাশের অন্য ব্যক্তির দিকেও তাক করেন। এতে সবাই হাসতে থাকেন। খোলা পিস্তল নিয়ে প্রেমিক-প্রেমিকার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুরের শ্রীপুরে রেস্টুরেন্টে বসে এমন কাণ্ডের ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি সবার আলোচনায় চলে আসে। খোঁজ নিয়ে জানা যায়, রেস্টুরেন্ট অস্ত্র নিয়ে খুনসুটি করা ওই ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ (১৮)। তিনি তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে। তার বাড়ি পাশের মুলাইদ গ্রামে। এলাকায় তার নেতৃত্বাধীন একটি কিশোর গ্যাং দল রয়েছে।
নানা অপরাধমূলক কাজে জড়িত তার কিশোর গ্যাং দলটি। মারামারি দলবাজি অস্ত্রবাজি আর চাঁদাবাজিতে জড়িত আলিফ ও তার কিশোর গ্যাং দল। তবে এ সময় তার সঙ্গে রেস্টুরেন্টে থাকা প্রেমিকার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উল্টো পাশে থেকে ভিডিও করা ব্যক্তিকেও শনাক্ত করা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, এমসি বাজার এলাকায় আলিফ ও তার সঙ্গবদ্ধ কিশোর গ্যাংটি এমন কোনো অপরাধ নাই যা তারা করে না। ছিনতাইসহ চাঁদাবাজি নিত্যদিনের কাজ ওদের। মানুষের জমি দখল থেকে শুরু করে মারামারিসহ সব অপরাধ করে আলিফ ও তার সাঙ্গপাঙ্গরা। কিছুদিন আগে চাঁদাবাজির ও অপহরণের ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল।
এ বিষয়ে জানতে চােইলে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, এটি পুরোনো ভিডিও। কিছু দিন আগে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় কিশোর গ্যাং আলিফকে গ্রেপ্তার করা হয়েছিল। সে এখন কারাগারে আছে। তবে তার কাছে থেকে তখন (গ্রেপ্তারের সময়) কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সহসায় কিছু বলা যাবে না। যাচাই-বাছাই ছাড়া নিশ্চিত করা যাবে না এটি আসল আগ্নেয়াস্ত্র, নাকি খেলনা। তবে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন ওসি মহম্মদ আবদুল বারিক।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.