বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ করেছেন স্থানীয় এক মাদ্রাসা শিক্ষক মো. আব্দুস সালাম আজাদী। স্থানীয় সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৫ বছর আগে তিনি তাঁর পিতা মৃত সুলতান আলীর রেখে যাওয়া জমির অংশ ভাই মতিয়ার রহমানের কাছে দাবি করেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, মতিয়ার রহমান তাকে জমি বুঝিয়ে না দিয়ে হুমকি দিয়ে তাড়িয়ে দেন।
পরে তার আরেক ভাই আব্দুল হাকিম ভোগদখলকৃত একটি জমি বাড়ি করার জন্য তাকে দেন। সালাম আজাদী জানান, ওই সময় তার ভাই মতিয়ার রহমান তার সাথে একটি জমি নিয়ে মৌখিক এওয়াজ করলেও তার ছেলে জামাল এবং জামালের পরিবারের সদস্যরা ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তাকে ওই জমিতে যেতে দেননি।
সালাম আজাদীর দাবি, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর এক বছরের বেশি সময় ধরে বহুবার সালিশের চেষ্টা করেও প্রতিকার পাননি। উল্টো তিনি জমিতে গেলে জামাল ও তার তিন ভাইয়ের স্ত্রী ও মেয়েরা তাঁকে হেনস্তা করে। বর্তমানে প্রায় ৭০-৭৫ শতাংশ জমি জবরদখল করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সবশেষে তিনি বলেন, “ভূমিদস্যু জামালের মিথ্যাচারের বিচার চাই। আমি যেন আমার পৈতৃক জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে পারি, সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে অভিযুক্ত জামাল হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.