ঝালকাঠি প্রতিনিধি// ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী যুব আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ নাইমুল ইসলামের সঞ্চালনায় ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য, আল্লামা নুরুল হুদা ফয়েজী এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: সিরাজুল ইসলাম সিরাজি। প্রধান বক্তা ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: আল-আমিন, বিশেষ বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) মাওলানা মুহা: রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মো: আলমগীর, বিশিষ্ট্য রাজনেতিক বিশ্লেষক ডা. ফয়জুল হক।এছাড়াও জেলার সকল উপজেলার ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশে একের পর এক খুন, ধর্ষন, চাঁদাবাজি বেড়েই চলছে। আর এই সন্ত্রাসীদের হাত থেকে সাংবাদিকরাও রক্ষা পাচ্ছে না। গত ৭ আগস্ট গাজীপুরে চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয়।
দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। ৫আগষ্টের পর রাজনৈতিক হানাহানিতে নিহত-আহত মানুষের সংখ্যা শুনে আঁতকে উঠতে হয়। চাঁদাবাজি ও সন্ত্রাস কোন অংশে কমে নাই। বরং রাজনৈতিক পরিচয়ে ধর্ষনের মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে।
প্রধান অতিথি আরো বলেন, ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেয়ার পাঁয়তারা চালাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.