নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ১০ ওয়ার্ড কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনীর বাসিন্দা হাসান হাওলাদারের ছেলে মোঃ সুজন হাওলাদার (২২) র্কীতনখোলা নদীতে গোসল করতে নেমে আজ রবিবার বিকাল ৪ টার দিকে পানিতে ডুবে যায়।
পরে তাকে ফায়ার সাভিংসের ডুবরি দলের দুই ডুবরি প্রায় ঘন্টা ব্যাপি উদ্ধারের চেষ্ঠা চালালোও ব্যার্থ হয়ে ফিরে যান। পরে কেডিসি এলাকার ডুবরি হোসেন তার প্রচেষ্টায় সুজনকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন।