প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
বরগুনার তালতলীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কাওসার হামিদ, তালতলী বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ৯ আগষ্ট শনিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে। আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে “আদিবাসী অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সমর্থক প্রয়োগ" প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় রাখাইন সম্প্রদায়ের নারী ও পুরুষ মিলে বিশাল র্যালী শেষে তালতলী কারিতাস ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মি:মংথিনজো এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক মি:মংচিন থান,কবিরাজ পড়া শীলসুখ বৌদ্ধ বিহারের সভাপতি মি:জোলেন,ঠাকুরপাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মি:চোওয়েন সে, সমাজসেবক মি:অংতেন তালুকদার, উন্নয়ন কর্মী মিসেস চান্দা ওয়েন ও মিসেস এমেন প্রমুখ।এ সময় বক্তারা সরকারের কাছে জাতিসংঘ ঘোষিত ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা ।
আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন, রাখাইন ছাত্র-ছাত্রীদের জন্য রাখাইন ভাষা শিক্ষার ব্যাবস্থা, তাদের সংস্কৃতির সংরক্ষণ ও সংস্কারের জন্য তালতলীতে রাখাইন বৌদ্ধকৃষ্টি একাডেমী পূনঃ প্রতিষ্ঠা, ১৯৫০ সালে প্রজাস্বত্ব আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন, রাখাইনদের ভূমি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিপর্যয় সৃষ্টিকারীদের শাস্তির বিধান রাখার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.