নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণ চেষ্টার বিচার চাওয়ায় তার বাবাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে উপজেলার পূর্ব কাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের এক প্রতিবন্ধী মেয়ে শনিবার বিকালে বাড়ির পাশে কবরস্থানে শাক তুলতে যায়। এ সময় একই বাড়ির জালাল শরীফ (৫৮) তাকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।
রোববার বাড়ির মুরব্বিদের কাছে এ ঘটনার বিচার চাওয়ায় প্রতিবন্ধী কিশোরীর বাবাকে মারধর করে রক্তাক্ত জখম করে জালাল শরীফ।
কিশোরীর মা বলেন, পেশায় ব্যাংকার জালাল শরীফ লম্পট প্রকৃতির। এর আগেও সে তার মেয়েকে শ্লীলতাহানি করেছে।
তবে জালাল শরীফ এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে গ্রামছাড়া করার পাঁয়তারা করছে তারা। এ কারণে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।
কাছিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমার কাছে প্রতিবন্ধী কিশোরীর বাবা ও মা এসেছিলেন। আমি জালাল শরীফকে এসে ঘটনার বর্ণনা দেয়ার জন্য খবর পাঠিয়েছি।