চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি প্রভাষক মো. রেজাউল করিম খন্দকারের বিরুদ্ধে কয়েকটি পত্রিকা সহ ফেইসবুকে ফেক আইডি দিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দক্ষিণ চর আইচা ভূমিহীন পরিবার।
রবিবার(১০ আগষ্ট) দুপুরে চরফ্যাশন একটি পত্রিকা অফিসে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভূমিহীনদের পক্ষে লিখিত বক্তব্যে মো.আবু তাহের মাষ্টার বলেন, চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক মো. রেজাউল করিম খন্দকারের নামে কয়কটি পত্রিকায় সমিতির জমি দখল করেছেন এমন সংবাদ প্রকাশিত হয়। সেগুলো নব্য বিএনপি নামক ফেসবুকে ফেক আইডি দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। তা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। আমরা এর নিন্দা জানাচ্ছি।
বক্তব্যতে তিনি আরও বলেন, দক্ষিণ চর আইচা মৌজার ৩৬৫ জন ভূমিহীন পরিবার ১৯৯৯ সন থেকে ২০০৬ সন পর্যন্ত ভূমি বন্দোবস্ত নীতিমালা-৯৭ মোতাবেক যৌথ নামে দেড় একর ভিত্তিতে বন্দোবস্ত নেন। ডিসিআর, রেজিস্ট্রি, কবুলিয়াত পাই, খাতিয়ান পাই। সেই মোতাবেক খাজনা পরিশোধ করলে সরকার ভূমিহীনদের জমি ভোগদখল বুঝাইয়া দেন। এবং সর্বশেষ বিডিএস জরিপে ভূমিহীনদের নামে তফসিল ভূমি অন্তর্ভুক্ত হয়। যার ৩০ দ্বারা চলমান রয়েছে।
তিনি বলেন, সম্প্রতি লালমোহন উপজেলার বাসিন্দা ভূমিদস্যু বজলুল রহমান ও চর আইচা গ্রামের বাসিন্দা ফারুক আখন ভূয়া কাগজ-পত্র সৃজন করিয়া ভূমিহীনদের জমি দখলের চেষ্টা করেন।ভূমিহীনরা বাধা দিলে তাদেরকে হামলা করেন। এসব বিষয়গুলো সাবেক চেয়ারম্যান মো.রেজাউল করিম খন্দকারকে জানালে তিনি উভয় পক্ষের কাগজপত্র দেখে যাছাই-বাছাই শেষে বজলুল রহমান ও ফারুক আখনকে ভূমিহীনদের জমিতে চাষাবাদে বাধা প্রদান না করার জন্য বলেন।
এতেই ক্ষিপ্ত হইয়া প্রভাষক সাবেক চেয়ারম্যান রেজাউল করিম খন্দকারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়াছে। তাছাড়া চর আইচা মৌজায় সাবেক চেয়ারম্যান রেজাউল করিম খন্দকারের নামে কোনো বন্দোবস্তিয় ভূমি নাই। তার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের দাবী করছি।
এসময় উপস্থিত ছিলেন, ভূমিহীন মোস্তাক শেখ, মাওলানা নাসির, সেলিম, মোস্তাফিজ, মাকসুদ, আক্তার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসব বিষয়ে লালমোহনের বাসিন্দা বজলুল রহমান ও ফারুক আখনকে একাধিক বার মোবাইল ফোনে কল করা হলে রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.