নিজস্ব প্রতিবেদক// চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বরিশাল শিক্ষা বোর্ডে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে ফেল থেকে পাস করেছে ২৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৬ জন শিক্ষার্থী।
রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এই ফল প্রকাশ করা হয়।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বছর ১৩ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩৮ হাজার ৪৩৭টি আবেদন করেছিল।
বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১ হাজার ৫০২টি স্কুল থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী ছিল। এরমধ্যে ১৯৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে ৮২ হাজার ৯৩১ জন। পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।
সেই হিসেবে বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.