বিনোদন ডেস্কঃ ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ভাস্বর চ্যাটার্জী রমজানে ‘রোজা’ রাখছেন বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানায়, তিনি গত ১৩ এপ্রিল থেকে রোজা রাখা শুরু করেছেন এবং তা আগামী ১২ মে পর্যন্ত চালিয়ে যাবেন।
এক মাসের এই বিশেষ উপবাস নিষ্ঠার সঙ্গে পালন করছেন জানিয়ে এর কারণ হিসেবে ভাস্বর গণমাধ্যমকে বলেন, ‘মন থেকে চাই হিন্দু-মুসলিম এক হোক। এক সঙ্গে সবাই সব মেনে চলুক।’ এছাড়া তিনি প্রথম রোজা উৎসর্গ করেছেন কাশ্মীরীদের জন্য, আর ইন্ডাস্ট্রিতে কাজ করা সমস্ত মুসলিম মেকআপ আর্টিস্টদের বলেও তিনি উল্লেখ করেন।
ভাস্বরের কথায়, ‘আমাদের ইন্ডাস্ট্রির অনেক মুসলিম মেকআপ আর্টিস্ট, ড্রেসার রোজা রেখে কাজ করেন দিনের পর দিন। আমি না হয় আমার মতো করে ওদের প্রতি আমার ভালবাসা, সম্মান ফেরত দিলাম!
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাম্মীরি ভাষায় রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন এই অভিনেতা। কাশ্মীরী ভাষায় গানও গেয়েছেন। যা শুনে আপ্লুত সেখানকার বিখ্যাত শিল্পী ইশফক কাওয়া। শুধু দুই ধর্মের মানুষের মিলনই কাম্য নয় ভাস্বরের চান ভারত-পাকিস্তানের দ্বন্দ্বও মেটাতে। দেশভাগ আমায় বরাবর কষ্ট দেয় দাবি করেন তিনি।
ব্রাহ্মণ ভাস্বরের রোজা বাবা ও পরিবারের বাকি সদস্যরা কিভাবে দেখছে- এর উত্তরে এই অভিনেতা বলেন, ‘আমার উপোস বাবার পছন্দ না। তবে মানাও নয়।
ভাস্বরের আরও জানান, ‘লোকনাথ বাবা নিজেও নাকি কোরআন পাঠ করতেন। তিনি বললেন, ‘লোকনাথ বাবার এই আচরণ আমায় ছুঁয়ে গিয়েছিল। তার থেকে অনুপ্রাণিত হয়েই আমার এই পদক্ষেপ। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :