নিজস্ব প্রতিবেদক// বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৪তম ব্যাচকে বরণ করে নিতে নানা রঙে সেজেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে এই বর্ণিল নবীনবরণ।
ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর নবীনদের বরণ করে নেয় তাদের ইমিডিয়েট সিনিয়ররা। এ সময় পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
প্রতিটি কোণে লেগে থাকে বাহারি সাজের ছোঁয়া, রঙিন ফেস্টুন, আলপনা, ফুল ও আলোয় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, ‘নবীনদের আগমন প্রবীণদের মনে ভিন্ন রকম উচ্ছ্বাস তৈরি করে। এজন্য চলছে নানা প্রস্তুতি। যেমন—ক্লাসরুম সাজানো, ডিপার্টমেন্টের সামনে আলপনা আঁকা ও বরণের সামগ্রী তৈরি।
এ ছাড়া ফুল, চকোলেট, ক্রেস্ট, ওয়েলকাম কার্ডসহ সব কিছুই প্রস্তুত রাখা হচ্ছে। নবীনদের বরণে যেন একটুও ঘাটতি না থাকে, তাই সিনিয়ররা সারারাত কাজ করতেও প্রস্তুত।’
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ জিসান বলেন, ‘আগামীকাল আমাদের বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া প্রতিটি শিক্ষার্থীদের জন্য একটি বড় অর্জন।
তাই আমরা নবীনদের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। প্রথমেই ফুল দিয়ে তাদের বরণ করা হবে। আশা করছি, লোকপ্রশাসন বিভাগের ইতিহাসে এবারই হবে সবচেয়ে স্মরণীয় নবীনবরণ।’
নবীনদের স্বপ্নযাত্রার সূচনালগ্নে এমন প্রাণবন্ত আয়োজন শুধু তাদের জন্য নয়, বরং পুরো ক্যাম্পাসের জন্যই হয়ে ওঠে আনন্দের এক উজ্জ্বল মুহূর্ত।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.