
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রæত বিচারের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় গলাচিপা থানার সামনে কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক কাঠামোর তীব্র সমালোচনা করেন। তারা প্রশ্ন তোলেন, “আর কত সাংবাদিক ও সাধারণ মানুষের প্রাণ গেলে এ দেশের বিচারব্যবস্থার সংস্কার হবে?” বক্তারা প্রশাসনের “গ্রেফতার নাটক” বন্ধ করে সঠিক ও দ্রæত বিচার নিশ্চিত করার আহ্ধসঢ়;বান জানান।
বক্তারা সতর্ক করে বলেন, এই হত্যাকান্ডের বিচার বিলম্বিত হলে দেশের পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। তারা সাগর-রুনি হত্যাকান্ডসহ অতীতে সাংবাদিক নির্যাতন ও হত্যার বহু ঘটনার উল্লেখ করে বলেন, আজ পর্যন্ত এসব ঘটনার ন্যায়বিচার হয়নি। তুহিন হত্যার বিচার দ্রæত শেষ না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এছাড়া, হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার হলেও অতি দ্রæত বিচার আইনে মামলা নিষ্পত্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, বিচারের নামে কোনো ধরনের বিলম্ব বা বিতর্ক সাংবাদিক সমাজ মেনে নেবে না। এসময় উপস্থিত ছিলেন গলাচিপার একাংশ প্রেস ক্লাবের সভাপতি খালিদ হোসেন মিল্টন, একাংশ প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, একাংশ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, একাংশ প্রেস ক্লাবের সভাপতি হাফেজ উল্লাহ্ধসঢ়;, টিভি জার্নালিস্ট ফোরামের সভাপতি জসিম উদ্দিন, গলাচিপা রিপোর্টারস ক্লাবের সভাপতি সাজ্জাদ আহম্মেদ মাসুদ, কাওছার আহম্মেদ, সাইমুন রহমান এলিট, নাসির উদ্দিন, হাসান এলাহী, সোহাগ রহমান, সঞ্জিব দাস, জিল্লুর রহমান জুয়েল, ইমন মিয়া, কমল সরকার, বিনয় কর্মকার, আহসান উদ্দিন জিকু, নাসির উদ্দিন প্যাদা, পঙ্কজ গাঙ্গুলী, সঞ্জিব সাহা, সাকিব হাসান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.