লালমোহন (ভোলা) প্রতিনিধি: প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে ভোলার লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় লালমোহন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপজেলার সদস্য সচিব আজিম উদ্দিন খান।
লিখিত বক্তব্য তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার বিষয়টি পুরোপুরিভাবে বৈষম্য।
অথচ ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। তাই সামনের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানসহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যেকোনো কার্যক্রমে অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার অক্ষুন্ন রাখতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান তিনি। সংবাদ সম্মেলন শেষে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের মাধমে প্রধান উপদেষ্টা বরাবর স্মরকলিপি প্রদান করেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.