এস এম আলমগীর হোসেন// কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মো. সুমন।
উপজেলার পশ্চিম টিয়াখালী সাতআনি জামে মসজিদের নির্মাণ কাজ অর্থসংকটে থমকে গেলে বিষয়টি নজরে আসে গাজী মো. সুমনের। তিনি তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণে লক্ষাধিক টাকার অনুদান প্রদান করেন।
এ বিষয়ে গাজী মোঃ সুমন বলেন,“এই মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি আমাদের সমাজের কেন্দ্রবিন্দু। আল্লাহ্র ঘরের কাজ থেমে থাকুক, তা কখনোই চাই না। আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চাই।”
এলাকাবাসীর পক্ষ থেকে গাজী মো. সুমনের এই মহানুভবতাপূর্ণ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। তাঁরা বলেন, “এই ধরনের সহযোগিতা সত্যিকারের নেতৃত্বের পরিচয় দেয়। এমন মানুষই ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।”
মানবসেবায় এগিয়ে আসার জন্য গাজী মো. সুমন সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.